কালবৈশাখী ও শিলাবৃষ্টির সময় করণীয়

কালবৈশাখী ঝড় হতে নিরাপদ থাকতে সতর্কতাগুলো মেনে চললে ক্ষতি এড়ানো সম্ভব হবে

  • হারিকেনে কেরোসিন তেল ভরে হাতের কাছে রাখুন। এছাড়া, মোমবাতি কিংবা ব্যাটারি চালিত কোনও আলো হাতের কাছে রাখুন যাতে বিদ্যুৎ চলে গেলে অসুবিধা না হয়। প্যারাফিন দেওয়া মোমবাতি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই প্রাকৃতিক মোমের তৈরি মোমবাতি ব্যবহার করা উচিৎ।
  • ঝড়বৃষ্টির সময় ঘরের বাইরে বের হওয়া যাবে না। শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে এবং তারা যেন ঘরের ভেতরে নিরাপদে থাকে। বজ্র মেঘ দেখা মাত্র শিশুদের খেলার মাঠ বা বাইরে থেকে ডেকে নিন।
  • জানালা দরজার ভালোভাবে বন্ধ করে রাখুন।
  • ঘরে পর্যাপ্ত পরিমাণ পানীয় জল, শুকনো খাবার, ওষুধ হাতের কাছে রাখুন।
  • ঝড়ের সময় বাড়ির বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দিন এবং মেইন সুইচ বন্ধ রাখুন।

শিলাবৃষ্টি হলে করণীয়

  • কোনও ভাবে খোলা আকাশের নিচে থাকা যাবে না, ছাউনির নিচে আশ্রয় নিতে হবে। তবে কংক্রিটের ছাউনি হলে ভালো হয়।
  • গাড়ী চালানো অবস্থায় থাকলে গাড়ী ধীরে চালানো উচিৎ।

শিলাবৃষ্টির ফলে ফসলের বিশেষ ক্ষতি হতে পারে। বোরো ধান এবং সবজির ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এবং ঝড় ও শিলাবৃষ্টির ফলে ফসল রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে, বাঁধ মেরামতের জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *