ঘূর্ণিঝড় সতর্কবার্তা

পরিস্থিতি প্রতিবেদন-১০ ১০ মে ২০২৩

ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশে আঘাত হানতে পারে ১৪ মে ২০২৩

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী উপকূলীয় ঝড় ‘মোখা’ ইতোমধ্যে (৯ মে ২০২৩) বঙ্গোপসাগরে গভীর নিন্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে ইন্ডিয়ান আবহাওয়া অধিদপ্তর তথ্যমতে আগামী ১১ মে ২০২৩ তারিখে বঙ্গোপসাগরে গভীর নিন্নচাপটি ঘূর্ণিঝড় ‘মোখা’ পরিণত হবে। এটি আগামী ১৪ মে ২০২৩ তারিখে ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মিয়ানমার উপকূলীয় এলাকায় আঘাত করার সম্ভাবনা রয়েছে।


এর ফলে চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ২৫০ থেকে ৪০০ মিলিমিটার, বরিশাল বিভাগ ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপর ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে তথ্য দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ু বিভাগ অধ্যায়নরত একজন বাংলাদেশি গবেষক।


বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কি.মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কি.মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।


টাইড ফোরকাস্টের তথ্য মতে ঘূর্ণিঝড়ের সময় চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকাগুলোতে ১১ ফুট ও কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাগুলোতে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে ও গ্ভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ প্রদান করা হয়েছে।

ছবিসূত্র: ইন্ডিয়ান আবহাওয়া অধিদপ্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *