শিশুদের করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বিশেষ নজর দিতে হবে

সতর্কবার্তা বার্তা, ১৭ আগস্ট ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঘটলে শিশুদের মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিনড্রোম নামে এক বিশেষ ধরনের মারাত্মক জটিলতা হতে পারে।
যেসব শিশু স্থুলতা, ডায়াবেটিস, হাঁপানি বা ফুসফুসের সমস্যা, ক্যানসার, হার্টের জন্মগত ত্রুটি, কিডনির সমস্যা, ইত্যাদিতে ভুগছে, তাদের করোনা হলে রোগের জটিলতা বা মৃত্যুঝুঁকি অনেক গুণ বেড়ে যেতে পারে।
এক বছরের কম বয়সী শিশুরাও কিন্তু মারাত্মক ঝুঁকিতে।
শিশুরা যেহেতু এখনো করোনা টিকার আওতার বাইরে, তাই তাদের এ ধরনের সংক্রমণ ঝুঁকি নিয়ে সতর্ক থাকা জরুরি।
শিশুদেরও অতি দ্রুত করোনা টিকার আওতায় আনতে হবে।
বিধিনিষেধ শিথিল হওয়ায় যেখানেই ঘুরতে যান না কেন মাথায় রাখতে হবে, শিশুসহ আপনারা সবাই ডেলটা ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।
কোভিড সংক্রমণের ঝুঁকি কমাতে হলে শিশুদের মধ্যে সচেতনতার অভ্যাস গড়ে তুলতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *