সুনামগঞ্জে হাওরে পানি বাড়ার কারণে বাঁধ ভেঙ্গে ফসলের ক্ষতি হচ্ছে

উত্তর পূর্ব ভারতের আসাম ও মেঘালয় অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সুনামগঞ্জের হাওরগুলোতে দ্বিতীয় দফা বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানি এখনো (১৮ এপ্রিল, ২০২২) বাড়ছে। ফলে বাঁধগুলোতে পানির চাপ অব্যাহত আছে।

গত ১৭ এপ্রিল ২০২২, সুনামগঞ্জ জেলার টাঙ্গুয়ার হাওরে পানি বেড়ে গুরমার বাঁধের ওপর দিয়ে এবং মূল বাঁধের নিচ দিয়ে সরূ নালা পথে পানি ধানক্ষেতে ঢুকে পড়ে। সবচেয়ে নাজুক অবস্থায় আছে তাহিরপুরের বর্ধিত গুরমার হাওর। এছাড়া একইদিনে বিকেলে বাঘমারা বাঁধটি ভেঙ্গে পড়ে এবং জগন্নাথপুরে দুটি ফসল রক্ষা বাঁধ – গলাখাল এবং আধাকান্দি বাঁধ ভেঙ্গে হাওরের ধানক্ষেতে পানি ঢুকে পড়ে।

ক্ষয়ক্ষতি

প্রকাশিত তথ্যমতে, এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে। যার আর্থিক মূল্য হবে প্রায় ৭০ কোটি টাকা। অবশ্য জেলা কৃষি অধিদপ্তর বলছে, পাহাড়ি ঢলে এখন পর্যন্ত প্রায় ছয় হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে।  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *