হঠাৎ পানি বাড়ায় সিরাজগঞ্জে অসময়ে নদীভাঙ্গন

গত ০২ থেকে ১২ এপ্রিলের (২০২২) মধ্যে যমুনার পানি প্রায় ৪ ফুট বেড়ে যায়। ফলে চৌহালী উপজেলার মিটুয়ানী হতে ভূতের মোড় পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার এলাকায় ভাঙ্গন দেখা দেয়। মিটুয়ানী নৌকাঘাট নদীতে তলিয়ে যায়। চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের বিনানুই গ্রামে প্রায় ৩০০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থ্য এলাকা নদী ভাঙ্গনের শিকার হয়।

ক্ষয়ক্ষতি

চর সলিমাবাদে ১০০ পরিবার, বিনানুই গ্রামে ৭০-৮০টি বসতবাড়ি নদী ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, জোয়ারের পানি আরো বাড়লে ভাঙ্গনের মাত্রা তীব্র হতে পারে। এছাড়াও বিনানুই এবং চর সলিমাবাদের ৫টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২টি সামাজিক প্রতিষ্ঠান ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।   

Leave a Reply