সতর্কবার্তা-৬ ২৫ জুন ২০২৩
আসন্ন ঈদের ছুটি এবার বর্ষা মৌসুমে পাশাপাশি ডেঙ্গু সারাদেশে ছড়িয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে যারা গ্রামের বাড়ি বা অন্য কোথাও ঘুরতে যাবেন তাদের নিতে হবে বাড়তি সতর্কতা। প্রতিবছর এরকম ছুটিতে যাওয়া আসার পথে এবং বাড়িতে থাকার সময় নানা ধরনের দুর্ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ি চলতি বছর (২০২৩) রোজার ঈদের ছুটিতে অর্থাৎ ঈদের আগে ও পরে (১৯-২৭ এপ্রিল) প্রায় ৪৪ জন শিশু পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৯টি ঘটনা ঘটেছে একইসাথে দুই ও তিন জন শিশু মারা গিয়েছে। অর্থাৎ একজনকে বাঁচাতে গিয়ে অন্য শিশুটিও পানিতে ডুবে যায়। বর্ষার মৌসুমে চারিদিকে পানি অনেক বেশি থাকে, তাই আসন্ন ছুটিতে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে বাড়তি সতর্কতা নিতে হবে। বড়দের তত্ত্বাবধান ছাড়া কোন শিশুকে একা ছাড়া যাবে না। যেহেতু ডেঙ্গু মৌসুম অবশ্যই দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। শিশুদের ফুলহাতা জামা প্যান্ট পড়ানোসহ সকলকে নিতে হবে প্রয়োজনীয় সতর্কতা। বিগত কয়েকদিন কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই একজন বা দুইজন মারা যাচ্ছে। তাই জনসমাগম স্থানে বা একজায়গা থেকে অন্যত্র ভ্রমণে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এছাড়া সারাদেশে মোটরসাইকেলের ব্যবহার এবং এতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ঈদের ছুটিতে হতাহতের সংখ্যা আরো বেড়ে যায়। কিশোর বয়সিদের মোটরসাইকেল ব্যবহার করতে দেয়া থেকে বিরত রাখার পাশাপাশি লাইসেন্স ছাড়া মোটরসাইকেল ব্যবহার নিষিদ্ধ করা, এক মোটরসাইকেলে তিন জন না বসা এবং হেলমেট ব্যবহার ইত্যাদি বিষয়ে গুরুত্ব দিতে হবে।
এছাড়া বজ্রপাত ও বন্যার সম্ভাবনা সার্বিক পরিস্থিতিকে আরো নাজুক করে তুলতে পারে। তাই আমাদের নিচের কয়েকটি বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কিছু সতর্কতা অবলম্বনের ফলে সকলে নির্বিঘ্নে ঈদের ছুটি ভালভাবে উদযাপন করতে পারবে।
১) পানিতে ডোবা থেকে শিশুকে রক্ষায় করণীয় সম্পর্কে জানতে দেখুন……
২) ডেঙ্গু ও কোভিড: আতংক নয় প্রয়োজন সতর্কতা
৩) ডেঙ্গুতে শিশু সুরক্ষা
৪) মোটর সাইকেল দুর্ঘটনা এড়াতে করণীয়
৫) বজ্রপাত হতে রক্ষার জন্য করণীয় সম্পর্কে জানতে দেখুন…..
৬) বন্যা মোকবেলায় আগাম প্রস্তুতি
ছবিসূত্র: প্রিপিক(freepik)