Foundation For Disaster Forum

(A Disaster Preparedness Network)
দুর্যোগ ফোরাম

পূর্বাভাস ও করণীয়

         ৪ জানুয়ারী ২০২২

কুয়াশার পূর্বাভাস ও বীজতলা রক্ষায় করণীয়

ইতিমধ্যে ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ভারি কুয়াশা বিস্তার শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ০৪/০১/২০২৩ইং তারিখের রাত থেকে সিলেট, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের সকল জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকতে পারে। এই কুয়াশা অবস্থা আগামী ০৬/০১/২০২৩ইং তারিখ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার প্রবল সম্ভবনা রয়েছে।

এ অবস্থায় ধান গাছের বীজতলা রক্ষায় করণীয়ঃ

১. কুয়াশা ও তীব্র শীতের এ অবস্থায় বীজতলায় ৩-৫ সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে।
২. স্বচ্ছ পলিথিনের ছাউনি দিয়ে বীজতলা সারাদিন রাত ঢেকে রাখতে হবে তবে খেয়াল রাখতে হবে যে, পলিথিনের সাথে চারার পাতা যেন স্পর্শ না করে।
৩. প্রতি ১০ লিটার পানিতে ৭০-৮০ গ্রাম “থিওভিট” অথবা “কমুলাস” ভাল ভাবে মিশিয়ে ৪-৫ শতাংশ বীজতলায় স্প্রে করা যেতে পারে।
৪. এ সময় বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিলে, বীজতলায় পানি সকালে বের করে দিয়ে আবার নতুন পানি দিলে, প্রতিদিন সকালে চারার উপর জমাকৃত শিশির ঝরিয়ে দিলে চারা ঠান্ডার প্রকোপ থেকে রক্ষা পায় এবং স্বাভাবিকভাবে বাড়তে পারে।

তথ্যসূত্রঃ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট

Leave a Reply