ঘূর্ণিঝড়ে জরুরি করণীয়

ঘূর্ণিঝড়ে জরুরি করণীয় নিয়ে দৈনিক সমকাল পত্রিকায় জাহিদুর রহমানের ‘উপকূলে মোখর ছোবল’ প্রতিবেদনটি তৈরি করতে তথ্য দিয়েছেন গওহার নঈম ওয়ারা (প্রকাশ: ১৪ মে ২০২৩)

ঘূর্ণিঝড়ের আগে করণীয়

• পানির কনটেইনারে সুপেয় পানি সংগ্রহে রাখা যাতে নিজের ও দুর্গতদের প্রয়োজন মেটানো যায়।
• খাবার স্যালাইন শুকনো খাবার এবং প্রাথমিক চিকিৎসার উপকরণ কাছে রাখা
• শিক্ষার্থীদের বই খাতা নষ্ট হওয়া থেকে রক্ষার ব্যবস্থা করা
• অন্ত:সত্ত্বা, বয়োবৃদ্ধ, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের প্রতি স্বেচ্ছাসেবকদের বিশেষ খেয়াল রাখা
• গাছের নিচে বা ওপরে আশ্রয় না নেওয়া, কারণ বেশিরভাগ মৃত্যু হয় গাছচাপা পড়ে
• অন্যত্র আশ্রয় নেওয়ার সময় জরুরি দলিলপত্র নিরাপদে রাখা

ঘূর্ণিঝড়ের পরে করণীয়

• পুকুর ও জলাশয় থেকে নোনাপানি বের করার ব্যবস্থা করা, যাতে বৃষ্টির পানি এ্সে তাকে নিরাপদ করার সুযোগ পায়। নোনাপানি পান করে বেশিরভাগ গবাদীপশু, হাঁস-মুরগির মৃত্যু হয়।
• শিশুদের স্কুলগুলো দ্রুত চালু করার জন্য বিকল্প ব্যাবস্থা রাখা
• যেসব জেলে নৌকা প্রতিবেশী রাষ্ট্রের উপকূলে আছড়ে পড়বে বা আশ্রয় নেবে,তাদের দ্রুত ফেরানোউর ব্যবস্থা করা। না হলে তারা অহেতুক সে দেশের অভিবাসন আইনে শাস্তি পেতে পারে। গত ঝড়ের সময়ে অনেকের মধ্যে ৩০ জন জেলে সাজা পেয়ে এখনও ভারতীয় জেলে আতকে আছেন।
• সেপ্টেম্বরে বড় জোয়ার আসে,তার আগেই ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামত করার উদ্যোগ নেওয়া।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *