চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের বিভিন্ন জেলার স্বস্তির বৃষ্টি

বর্তমান পরিস্থিতি: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সারাদেশে এপিল মাসজুড়ে চলমান তাপপ্রবাহ ৭৬ বছরেও হয়নি। গত ৭৬ বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে। এছাড়া ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এপ্রিল মাসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে বাংলাদেশে গড়ে ১৩৪ মিলিমটার বৃষ্টি হয়। সেখানে চলতি বছর এপ্রিল মাসে দেশে গড় বৃষ্টিপাতের পরিমাণ ছিল মাত্র এক মিলিমিটার। ১৯৮১ সালের পর দেশে এটাই সর্বনিম্ন বৃষ্টিপাতের রের্কড।

এপ্রিল মাসের টানা তাপপ্রবাহ শেষে মে মাসেও দেশের কয়েকটি জেলায় যেমন: যশোর, খুলনা, চুয়াডাঙ্গা, পাবনা ও রাজশাহী জেলা সমূহের উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ এবং খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা দেশের পূর্বাঞ্চলের কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে। ০১ মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে। সারাদেশে প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় ০২ মে পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র অনুযায়ি, গত ২২ এপ্রিল থেকে ৩০ এপ্রিল সকাল পর্যন্ত ৯ দিনে সারা দেশে ১১ জন ব্যক্তি হিট স্ট্রোকে মারা গিয়েছে। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুয়ায়ি এপ্রিল ১৯ থেকে ০১ মে পর্যন্ত সারাদেশে প্রায় ৮০ জন প্রচন্ড গরমে অসুস্থ হয়ে বা হিটস্ট্রোকে মারা গিয়েছে।

পূর্বাভাস: আজ ০২ মে বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর চলতি মে মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছে, মে মাসে স্বাভাবিক বৃষ্টিই হতে পারে। সারাদেশে তিন থেকে পাঁচ দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড়, সাথে বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি ও তীব্র কালবৈশাখী হতে পারে। দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে এপ্রিল মাসের মতো এত দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ থাকবে না বলে উল্রেখ করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও এ বার্তায় বলা হয়েছে। সাথে এ মাসে দেশের উত্তরাঞ্চল বা উত্তর-পূর্বাঞ্চলের (সিলেটসহ হাওর অঞ্চলে) নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। কিছু কিছু জায়গায় তা বিপদ সীমা অতিক্রম করতে পারে।
ইতোমধ্যে আজ ০২ মে দেশের কিছু কিছু জেলায় বৃষ্টি হবার খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ (বৃহস্পতিবার) থেকে সকালেই চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার, ফেনী ও নোয়াখালীতে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।

বজ্রপাতের সময় করণীয়
কালবৈশাখী ও শিলাবৃষ্টির সময় করণীয়

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

তথ্যসূত্র: বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর

Leave a Reply