সাবান পানির মিশ্রণ দিয়ে হাত ধুলে হাতে থাকা করোনা ভাইরাস সহ অন্যান্য ভাইরাস ধ্বংস হয়ে যায়। সাবান আর পানি -এই দু’টি উপকরণ দিয়ে সহজেই তৈরি করে বাসার/অফিসের/ দোকানের দরজায় অথবা সুবিধামত কোন স্থানে মিশ্রণটি রেখে দেওয়া যায়। প্রবেশের সময় সাবান পানি মিশ্রণ দিয়ে হাত মুছে নিলে ভাইরাস মুক্ত থাকা যাবে।
কিভাবে সাবান পানির মিশ্রণ বানাবেন তা নিয়ে একটি ভিডিও তৈরি করা হয়েছে । ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।