টানা তাপপ্রবাহের পর সারাদেশ ২৩ এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা

পরিস্থিতি প্রতিবেদন-৫ ১৭ এপ্রিল ২০২৩

চলমান তাপপ্রবাহ থাকবে আরো তিনদিন, ২৩ এপ্রিল থেকে সারাদেশ বৃষ্টিপাতের সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপ প্রবাহের তীব্রতা কমবে আগামী তিন দিন পর থেকে অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৩ থেকে। দেশের পূর্বাঞ্চলে ও উত্তর পূর্বাঞ্চলে যেমন সিলেট ও চট্টগ্রাম বিভাগের অল্প কিছু এলাকায় আগামী ১৯ তারিখের পর বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বজ্র-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ঈদের পরবর্তী সময়ে বরিশাল বিভাগের কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ২৩ তারিখের পর সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  

প্রতিদিনই ভাঙছে তাপ মাত্রার রেকর্ড। ১৫ এপ্রিলের মতো ১৬ এপ্রিলও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। ১৫ এপ্রিল তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ৫৮ বছরের মধ্যে সর্বোচ্চ। ১৬ এপ্রিল যশোর ও চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৮ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা রেবর্ড করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে চলতি মাসের (এপ্রিল) প্রথম ১৬ দিনে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এপ্রিলে সারা দেশের সর্বোচ্চ গড় তাপমাত্রা থাকে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

আবহাওয়া অধিদপ্তরের সূত্রমতে ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতি আরও তিন দিন চলবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী তাপ প্রবাহের তীব্রতা কমবে আগামী তিন দিন পর থেকে অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৩ থেকে। দেশের পূর্বাঞ্চলে ও উত্তর পূর্বাঞ্চলে যেমন সিলেট ও চট্টগ্রাম বিভাগের অল্প কিছু এলাকায় আগামী ১৯ তারিখের পর বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত বজ্র-বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এবং ঈদের পরবর্তী সময়ে বরিশাল বিভাগের কিছু অংশেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া ২৩ তারিখের পর সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।  

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (bwot) এর তথ্যমতে, ২২ তারিখ থেকে পরবর্তী ১ সপ্তাহজুড়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অল্প কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্য এলাকায় তাপ প্রবাহ অব্যাহত থাকবে। 

সাপ্তাহিক আবহাওয়া  বার্তা ।  ১৬ ই এপ্রিল হতে ২২ শে এপ্রিল ২০২৩ পর্যন্ত।

https://live3.bmd.gov.bd/bn/p/Weather-Forecast

ছবি সূত্রঃ ইন্টারনেট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *