ট্রেন দুর্ঘটনা

পরিস্থিতি প্রতিবেদন-৬ ১৭ এপ্রিল ২০২৩

মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের একটি  ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।

গতকাল ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলস্টেশনে একটি মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের একটি  ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। সূত্রমতে, এই দুর্ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন এবং তাদের মধ্যে ৬ জন গুরুতর আহত হয়েছেন। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তথ্যমতে, আহতদের জরুরী চিকিৎসার জন্য নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সস ভর্তি করানো হয়। একইসাথে ঢালুয়ার একটি ফার্মেসিতে প্রায় ২০ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পাশাপাশি আহতদের লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালেও পাঠানো হয়।

এই দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনার কারণ এখনও প্রকাশ না করা হলেও রেলওয়ের এক কর্মচারীর তথ্যমতে, রেলওয়ে স্টেশন থেকে সিগন্যাল ঠিক না করায় এ দুর্ঘটনা ঘটে।

এই ট্রেন দুর্ঘটনা পরিদর্শনের জন্য ইতিমধ্যে চট্টগ্রাম থেকে একটি দল গঠন করা হয়েছে। 

ছবি সূত্রঃ প্রথম আলো

Leave a Reply