স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন
সংকলন ও সম্পাদক: গওহার নঈম ওয়ারা
ভৌগোলিক অবস্থানের কারণে দুর্যোগপ্রবণ দেশ হিসেবে প্রতিনিয়ত একটার পর একটা দুর্যোগের মুখোমুখি হয়েছে বাংলাদেশ, আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। স্বাধীনতার পর থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন এবং চ্যালেঞ্জগুলো নিয়ে প্রথমা প্রকাশনী প্রকাশ করেছে স্বাধীনতার ৫০ বছর: দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জন। সংকলন ও সম্পাদক: গওহার নঈম ওয়ারা।
গত পঞ্চাশ বছরে বাংলাদেশের দুর্যোগ পরিস্থিতি, মোকাবিলার ধরন এবং বাস্তবতা নিয়ে যে সকল কাজ ও অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, সেগুলো এক জায়গায় করে বর্তমান পরিস্থিতি বোঝার জন্যই এই প্রকাশনা। শুরুতে দুর্যোগ মোকাবিলার পরিস্থিতিতে বাংলাদেশ কোন অবস্থায় ছিল, এখন কোন অবস্থায় দাঁড়িয়েছে, ত্রাণ ব্যবস্থাপনায় বিগত দিনের বাংলাদেশ ও বর্তমান পরিস্থিতি এবং কোন কোন জায়গাগুলোতে এখনও কাজ করার সম্ভাবনা রয়েছে সেকল তথ্য এখানে সংকলন করা হয়েছে।
এছাড়াও এই প্রকাশনায় রয়েছে বিগত বছরগুলো সৃষ্ঠ দুর্যোগ যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, সড়ক দুর্ঘটনা, শৈত্যপ্রবাহ, বজ্রপাত, খরা, নৌকাডুবিসহ অন্যান্য দুর্যোগের সংখ্যাতাত্ত্বিক উপস্থাপন। এখন পর্যন্ত গৃহীত সংশ্লিষ্ট যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে, সে সম্পর্কে ধারণা এবং প্রতিবছর কর্মপরিকল্পনায় ধারাবাহিকভাবে যে পরিবর্তনগুলো এসেছে তার একটি সমম্বিত চিত্র এই বইয়ে পাওয়া যাবে।
দুর্যোগ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আগ্রহীদের জন্য বইটি কাজে দিবে।
২০% মূল্য ছাড়ে বইটি এখন ৬৪০ টাকায় পাওয়া যাচ্ছে।
বইটি সরাসরি সংগ্রহ করতে পারবেন: www.prothoma.com, 01730000619
অথবা
Prothoma
C/o Mr. Shanaton boral
ফোন: 01747687714