সারাদেশে চলছে হিট অ্যালার্ট: গত দুই দিনে ছয় জনের মৃত্যু

বর্তমান পরিস্থিতি:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে অন্যদিকে রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা বিভাগের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, কক্সবাজার, চাঁদপুর ও রাঙ্গামাটি জেলাসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। চলতি বছরের এপ্রিল মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয় এবং ১৫ এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ১৯ থেকে ২১ এপ্রিল হিট অ্যালার্ট জারী করে।

গতকাল থেকে (২০ এপ্রিল ২০২৪) দেশের একাধিক এলাকায় অতি তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছে, চলতি মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর জেলায় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এবং রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস।
গত দুই দিনে (১৯-২০ এপ্রিল ২০২৪) সারাদেশে তীব্র গরমে অসুস্থ হয়ে ছয় জনের মৃত্যু খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে এরমধ্যে একজন শিশু, একজন নারী এবং চারজন পুরুষ।

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে স্কুল, কলেজ ও মাদ্রাসা ছুটি ঘোষণা করেছে সরকার। ঘোষণা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় আগামী ২৭ এপ্রিল পর্যন্ত এবং মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

তীব্র এই গরমে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে। সবচেয়ে বেশী ঝুঁকিতে রয়েছে শিশু এবং বয়স্ক ব্যক্তি। তীব্র গরমে গত দুই দিনে যাদের মৃত্যু হয়েছে তাদেরমধ্যে তিনজনের বয়স ৬০ এবং ৭০। এছাড়া দেশের শ্রমজীবি মানুষের এই তীব্র তাপপ্রবাহের ভোগান্তি পোহাতে হচ্ছে বেশী। এসময়ে হিটস্ট্রোক বা গরমে অসুস্থ হওয়া থেকে রক্ষার জন্য প্রয়োজন সতর্কতা অবলম্বন করা। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য প্রয়োজন বিশেষ সতর্কতা। বাড়ির বাইরে বের হওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। সূর্যের আলো এড়িয়ে চলা, ছাতা ব্যবহার, বেশী করে পানি পান করা, পুরোনো বা বাসী খাবার ও বাইরের খাবার না খাওয়া এবং প্রতিদিন নিয়মিত গোসল এইসময় সুস্থ রাখবে।

তীব্র গরমে হিটস্ট্রোক এড়াতে করণীয়, শিশুর যত্ন এবং চলমান আবহাওয়ায় সুস্থ থাকতে করণীয় এবং বর্জনীয় সমন্ধে বিস্তারিত জানতে নিচের লিঙ্কগুলো দেখুন-

তাপদাহ চলছে !! সহসা বৃষ্টি না হলে তাপমাত্রা আরো অসহনীয় হয়ে উঠতে পারে
তিন বিভাগে হিট এলার্ট: প্রচন্ড তাপদাহের অস্বস্তি এড়াতে করণীয়
তাপদাহে করণীয়

ছবিসূত্র: দৈনিক ইত্তেফাক

তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Leave a Reply