Dengue Update

Foundation For Disaster Forum

দুর্যোগ ফোরাম

ডেঙ্গু ব্যাপক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে। চলতি বছর (১৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত) ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হয়েছে। এর আগে কোনো বছর ডেঙ্গুতে এতো মৃত্যু হয়নি।
বিশেষজ্ঞরা অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপে কিছু বিশেষ দিকের কথা বলছে, যেমন: দিনে বা রাতে যেকোন সময় এডিস মশা কামড়াতে পারে।
সাধারণত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের একটি বড় অংশই শিশু। এ বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের বড় অংশই শিশু। এছাড়া যে শিশু দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তার শারীরিক জটিলতা বেশি দেখা দিচ্ছে। শিশুরা সাধারণত তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সচেতন বা সতর্ক না হওয়ায় তাদের ওপর এ রোগের প্রভাব ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকে।