এবছরের ভয়াবহ কালবৈশাখী ঝড়

গত ৩১/০৩/২০২৪ তারিখে রাত ১০.৩০টার দিকে প্রায় ১৫ মিনিট ঝড় একইসাথে শিলাবৃষ্টির তাণ্ডবে সুনামগঞ্জের পাগলাবাজার, শান্তিগঞ্জ, কামরূপদলং, আস্তমা ও রায়পুরসহ বিভিন্ন এলাকায় অন্তত শতাধিক কাঁচা ঘরবাড়ি, দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে একইসাথে শিলাবৃষ্টিতে যানবাহনের কাচঁ ভেঙ্গে নারী ও শিশুসহ অন্তত শতাধিক আহত হয়েছেন। পাগলাবাজারে অন্তত ২০টি টিনশেডের দোকান ভেঙে পড়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।

এই ঝড়ের তাণ্ডবে সুনামগঞ্জ-সিলেট সড়কের বিভিন্ন পয়েন্টে গাছ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয়দের সহায়তায় রাত ২টায় সুনামগঞ্জ সদরের ইকবাল নগর, শান্তিগঞ্জ ও পাগলা বাজারে ভেঙে পড়া গাছ সড়ক থেকে সরিয়ে যান চলাচল চালু করা হয়। তবে পাগলা-আউশকান্দি সড়কের ডাবরে ৩৩ কেভি লাইনের বিদ্যুৎ সঞ্চালন তার খুঁটি নিয়ে ভেঙে পড়ায় এবং বিভিন্ন স্থানে গাছপালা সড়কে ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রমতে এই ঝড়, বজ্রপাত, মাঝারি বৃষ্টিপাত ও শিলাবৃষ্টির ফলে আগাম জাতের বোরো ফসল সামান্য ক্ষতি হতে পারে।

অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতের উত্তরাঞ্চলীয় শহর জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়িতে এই ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষতি এবং ৫ জনের মৃত্যুর খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *