গরুর লাম্পি রোগ

পরিস্থিতি প্রতিবেদন- ২৩ ২০ জুলাই ২০২৩

গরুর লাম্পি রোগে এন্টিবায়োটিক কাজ করে না। রোগটি আবার ব্যাপকভাবে ছড়াচ্ছে। অনেকেই নিম্নলিখিত প্রক্রিয়ায় চেষ্টা করে সুফল পেয়েছেন। অন্য কোন কার্যকারী পদ্ধতি জানা থাকলে প্রচারের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন।

Foundation for Disaster Forum (email: bdpf.sr@gmail.com, 01305640535)

লাম্পি: এন্টিবায়োটিক এ রোগে কাজ করে না। লাম্পি যেহেতু ভাইরাস দ্বারা এ রোগটি সৃষ্টি হয়, কাজেই কোন এন্টিবায়োটিক এ রোগে কাজ করে না। মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রাণি দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। প্রতি ১০০-২০০ কেজি ওজনের প্রাণির জন্য নিন্মোক্ত ঘরোয়া চিকিৎসায় ভালো ফলাফল পাওয়া গেছে।
১/ প্যারাসিটামল ট্যাবলেট —–২টি
২/ খাবার সোডা—————-৫০গ্রাম
৩/ নিমপাতা বাটা—————২৫গ্রাম
৪/ লবণ————————-২৫গ্রাম
৫/ গুড়————————–৫০গ্রাম

ব্যবহারের নিয়মঃ উপরোক্ত উপাদান ১ লিটার পানিতে মিশিয়ে সকাল বিকাল ৭ দিন খাওয়ালে এ রোগ থেকে প্রাণি দ্রুত সেড়ে উঠে। তবে, ক্ষত হয়ে গেলে সালভাভেট বা সুমিডভেট পাউডার লাগাতে পারেন। আক্রান্ত গরুকে অবশ্যই মশারির ভিতরে খোলা ছায়া যুক্ত জায়গায় রাখতে হবে এবং আক্রান্ত গরুটির সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে মনে রাখবেন গরুটি আপনার বাড়ির একজন সদস্য এবং মহা সম্পদ। গোয়াল ঘর বা গরু রাখার জায়গা জীবাণু নাশক দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হবে। কোন ক্রমেই মশা মাছি প্রাণির শরীরে বসতে দেওয়া যাবে না, মশা মাছি এই রোগের একমাত্র বাহক।

প্রচারে: উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও।

গরুর লাম্পি রোগ কি, কিভাবে ছড়ায় এই বিষয়ে আরো বিস্তারিত জানতে দেখুন…….
https://disasterforum.org/%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%95%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%81%e0%a6%ae%e0%a6%95%e0%a6%bf%e0%a6%b0/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *